Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৌষলকাল
বিস্তারিত

মৌষলকাল

সত্তরের নকশাল রাজনীতিতে জড়িয়ে পড়া অনিমেষ পুলিশি নির্যাতনে পঙ্গু হয়ে যায়। অনিমেষের বান্ধবী হিসেবে সময়ের সঙ্গে যুঝেছে মাধবীলতা। সময়ের ফসল হিসেবে এসেছে তাদের সন্তান অর্ক। বড় হয়ে অর্কও দুঃখী মানুষদের নিয়ে সাধ্যমতো স্বপ্নপ্রয়াসে জড়িয়ে পড়েছে এবং যথারীতি ব্যর্থ হয়েছে। সর্বত্রই ক্ষমতালোভী রাজনৈতিক দল হিংস্র থাবা নিয়ে তৈরি। পশ্চিমবঙ্গের অনতি-অতীতকালের রাজনৈতিক-সামাজিক সময়প্রবাহ নিয়ে লেখা সমরেশ মজুমদারের ‘মৌষলকাল’। এই উপন্যাসের আধার পশ্চিমবঙ্গের এক উত্তাল সময়। রাজনৈতিক পালাবদলের সেই ইতিহাসের নানান বাঁকে উপস্থিত মাঝবয়সি অর্ক। স্বভাব-প্রতিবাদে, আবেগে, অস্পষ্ট ভালবাসায় অর্ক যেন এক অবাধ্য স্বর। মৌষল পর্বের পারস্পারিক অবিশ্বাসের দিনকালেও প্রৌঢ় অনিমেষ-মাধবীলতা ঝলসে ওঠে আর-একবার। কেউ বিপ্লব-বিশ্বাসে, কেউবা জীবন-বিশ্বাসে অটুট।

ছবি
প্রকাশের তারিখ
29/06/2019
আর্কাইভ তারিখ
16/07/2026